ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতেতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। বুধবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।
তিনি বলেন,আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক আদর্শের সৈনিককে হারিয়েছি। যিনি দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
(৪ ডিসেম্বর) বুধবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিজ বাড়িতে তিনি স্ট্রোক করেন। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
এক স্ত্রী সহ তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ৬০ বছর হয়েছিল।