ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নায়ারণগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাষ্টার ক্রিকের্টাস অব নারায়ণগঞ্জ টুনামেন্ট। জাতীয় দল এবং ভিবিন্ন পর্যায়ের সাবেক খেলোয়ারদের মিলন মেলায় অনুষ্ঠিত হবে এ টুনামেন্ট। আগামীকাল (১৭ র্মাচ) সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত এ,কে,এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হবে এ টুনামেন্টের।৫টি দলের অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুনামেন্ট, অংশ গ্রহনকারী দল গুলোর মধ্যে রয়েছে, শীতলক্ষ্যা ভাইকিংস , সুপার হিরোস অব নারায়ণগঞ্জ, প্যারাডাইস প্রিমিয়ার, নারায়ণগঞ্জ ওয়ারিয়রস্, জে, এইচ,এম ডাইনামাইটস্।
(১৭ই র্মাচ) শুরু হওয়া এ টুনামেন্ট চলবে আগামী এক মাস। (১৭ এপ্রিল) ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এটুনামেন্টশেষ হবে।
৫টি দলের ফ্র্যাঞ্চাইজি ও আইকনরা হলেন, নারায়ণগঞ্জ ওয়ারিয়রস্ এর ফ্র্যাঞ্চাইজি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ টিটু ও আইকন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুখ আহম্মেদ, প্যারাডাইস প্রিমিয়ার ইলেকট্রনিক্স এর ফ্র্যাঞ্চাইজি ও আইকন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জে, এইচ,এম ডাইনামাইটস্ এর ফ্র্যাঞ্চাইজি ও আইকন জাহাঙ্গীর হোসেন মোল্লা, সুপার হিরোস অব নারায়ণগঞ্জের ফ্র্যাঞ্চাইজি ৪নং ওর্য়াড কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার আরিফুল হক হাসান, আইকন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা, শীতলক্ষ্যা ভাইকিংস এর ফ্র্যাঞ্চাইজি এস এম রানা ও আইকন তৌহিদ হোসেন শ্যামল।