ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকম : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং এটিএম বাংলা ও এটিএম নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালামের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় চাষাড়া শহীদ মিনার সংলগ্ন বিপিজেএ নারায়ণগঞ্জ কার্যালয়ে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিপিজেএ সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল।
বিপিজেএ জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলার উপদেষ্টা শফিউদ্দিন আহম্মেদ বিটু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত-এ-সৈকত, জেলা বিপিজেএ উপদেষ্টা মতিউর রহমান সেন্টু, উপদেষ্টা সাজ্জাদ মাহমুদ নয়ন, প্রেস নারায়ণগঞ্জ সম্পাদক ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বিপিজেএ জেলা সহ-সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফুর রহমান, সাধারণ সদস্য কাইয়ূম খান, মোক্তার হোসেন, বিশাল আহম্মেদ প্রমুখ।