মদনপুর-মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় আকিজ গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের দুইটি সিমেন্টবাহি গাড়ির সংঘর্ষে দুমরে মুচড়ে গেছে গাড়ি দুইটি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর তিনটার দিকে দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার আনুমানিক তিনটার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় দুই দিক থেকে আসা আকিজের সিমেন্টবাহি ট্রাক ও বসুন্ধরার সিমেন্টবাহি কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুইটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের কাছে এখন পর্যন্ত হতাহতের কোন খবর নাই। ঘটনাটি তদন্ত করে পুরো বিষয়টি জানা যাবে। দুর্ঘটনার কারণ বের করে এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।