ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনুজ্জ্বল ছিলেন মুশফিকুর রহীম। ব্যর্থতার বৃত্ত ভেঙে শ্রীলঙ্কা সিরিজে স্বরূপে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল। চট্টগ্রাম টেস্টে ফিফটি হাঁকিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন সেঞ্চুরির দিকে। এরইমধ্যে অনন্য এক কীর্তি গড়লেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
৪৯৩২ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেন মুশফিক। দিনশেষে ১১৩ বলে ৫৪ রান নিয়ে থাকেন অপরাজিত। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ১৫ রান যোগ করে ৫ হাজারি ক্লাবের সদস্য হন মুশফিক। একইসঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের তালিকায় আবারো শীর্ষে উঠলেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের রান এখন ৫০০১।