ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়নে পরীক্ষা নিতে মানা

0

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ   নতুন কারিকুলামে শুরু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষা বা মডেল টেস্ট নেয়া যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কেউ যদি এর ব্যত্যয় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে। গত সোমবার মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে ৫টি বিষয় অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। সেগুলো হলো- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে; ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না; ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইড লাইন পাওয়া যাবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে; নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপ-পরিচালক এবং আঞ্চলিক পরিচালকগণকে নিয়মিত পরিবীক্ষণ জোরদার করতে হবে; নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এ বিষয়ে কোনো রকমের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন। সরকার পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের উপর জোর দিতে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রম চালু করে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন কারিকুলামের বই। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নতুন কারিকুলামেও মডেল টেস্ট বা পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। তারই প্রেক্ষিতে এমন বিজ্ঞপ্তি দেয় মাউশি।

0