ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডকে ফুলের মত করে সাজানোর ঘোষণা দিয়েছেন বর্তমান কাউন্সিলর শওকত হোসেন শকু। আসন্ন নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১২ নং ওয়ার্ড ডন চেম্বার পঞ্চায়েত ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
রবিবার (৫ ডিসেম্বর ) রাতে ডনচেম্বার পঞ্চায়েত কমিটির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আসন্ন নাসিক নির্বাচনে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে শওকত হাসেম শকু কে সমর্থন করেন ওয়ার্ডবাসী।
এসময় ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকু ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, যখন আমি ভালো কাজ করেছি তার বিপরীতে যদি কোন মন্দ কাজ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। যদি পূনরায় নির্বাচিত হই তাহলে বাকি অসম্পূর্ন কাজগুলো সম্পন্ন করবো এবং এই ১২নং ওয়ার্ডকে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আমি আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে। আপনার সবাই আগামী ১৬ জানুয়ারী প্রতিটা ভোটার যার যার কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করবেন।
এস এম ইকবালের সঞ্চালণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে শওকত হাশেম শকুর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম নজড়, মোঃ জলিল হোসেন, ইকবাল আহমেদ শ্যামল, এটিএম কামাল, সামাল সরদার, মোঃ আরিফ দিপু, জাহিদ আহমেদ, হারুনুর রশিদ বাবু, মহিউদ্দিন মাহামুদ, জাহাঙ্গির হোমেন, আনোয়ার হোসেন আনু, হানিফ সরদার, ফারুক আহমেদ রিপন প্রমুখ।