ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ লিটন হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর রাত সাড়ে আটটায় তালা ফ্যাক্টরি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি আব্দুস সুবহান, ইসলামী শ্রমিক আন্দোলন শহর শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ নং ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, মোহাম্মদ লিটন একজন সৎ লোক ও পরিশ্রমী নেতা তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ,এলাকার কল্যাণে তিনি সবসময় কাজ করে থাকেন। মোহাম্মদ লিটন কে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে তিনি ব্যাপক কাজ করবেন তিনি। লিটন আল্লাহ ওয়ালা লোক নামাজ পড়েন সকলের সাথে সুসম্পর্ক রয়েছে তার। আমরা আশা করি ১৩ নং ওয়ার্ডের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আগামী ১৬ ই জানুয়ারি কাউন্সিলর হিসেবে লিটনকে নির্বাচিত করবে।
