ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্পণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভী ও মহানগর যুবলীগ।
সোমবার (১০ জানুয়ারী) দুই নং রেলগেট সলৈগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী রেজা উজ্জল সহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।