ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ আজ ২৩শে এপ্রিল রোজ শনিবার ভুলতা গাউছিয়ায় বিকাল ৪ টায় রূপগঞ্জ থানা শাখার উদ্যোগ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা নোমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু রঈছ মুহাম্মদ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বায়তুল মাল সম্পাদক ফরিদুদ্দিন অফিস সম্পাদক মাহবুব হোসেন প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাদী গোলাকান্দাইল শাখার সাধারণ সম্পাদক জালালুদ্দিন প্রমুখ।