হোন্ডা চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ

0

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ  হোন্ডা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। সেই সঙ্গে একটি চোরাই হোন্ডা উদ্ধার করেছে।

আড়াইহাজারের বাঞ্ছারামপুর থেকে বুধবার রাতে দুই সদস্যের তথ্যে হোন্ডাটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে উপজেলার নোয়াপাড়া গ্রামের মালেক কাজীর ছেলে সেলিমের বাড়ী থেকে তার একটি হোন্ডা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার উজানচর গ্রামের বাসিন্দা জামালের ছেলে রাসেল (৩০)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতেই বাঞ্ছারামপুর সদর এলাকা থেকে চোর চক্রের আর এক সদস্য দুলাল (৩৫) কে গ্রেপ্তার ও তার কাছ থেকে একটি চোরাই হোন্ডা উদ্ধার করা হয়। দুলাল ওই এলাকার রবির ছেলে। তবে তারা উভয়েই তাদের বাড়ি বাঞ্ছারামপুর সদরের বলে পুলিশকে তথ্য দেয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আটককৃতদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে।

0