ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চা ল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ০৪/০৭/২০২২ তারিখে আনুমানিক ০১:০০ ঘটিকায় আড়াইহাজার থানাধীন রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকায় মোঃ ছানাউল্লাহ নামে একব্যক্তি বিবাদীগণ কর্তৃক শারীরিক গুরুতর আঘাত প্রাপ্তির কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী আনিয়া বেগম (৪০) বাদী হয়ে এজাহারনামীয় ০৬ (ছয়) জন আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৮ তারিখ ০৬/০৭/২০২২, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্র নৃশংস হত্যার সাথে জড়িত দীর্ঘদিন পলাতক এজাহারনামীয় ০২নং, ৩নং, ৫নং এবং ৬নং আসামীদেরকে সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে ডিএমপি, ঢাকা ডেমরা থানাধীন শুকুরশী এলাকায় অদ্য ১৪ অক্টোবর ২০২২ইং তারিখে আনুমানিক ১৫:৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হালিম (৪৮), পিতা-আলিফ হোসেন, ২। মোঃ হোসেন আলী (১৮), পিতা-হালিম, ৩। মোঃ হাছেন আলী (১৮), পিতা-হালিম, ৪। রেহেনা বেগম @ রুনা (৪০), পিতা-আব্দুল কাদির, স্বামী-হালিম, সর্ব গ্রাম-রামচন্দ্রী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত হতে ০১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাদী ও বিবাদীগণের বসতঘর পাশাপাশি হওয়ায় গত ০৭/০৬/২০২২ তারিখে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় বিবাদীগণ উত্তেজিত হইয়া বাদীর বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া বাদীর স্বামী ছানাউল্লাহকে মারপিট করে গুরুতর আঘাত প্রদান করে, বিবাদীগণ দ্রুত ঘটনাস্থল হতে পলায়ন করে। পরবর্তীতে জানতে পারে যে ভিকটিম ছানাউল্লাহ গত ০৪/০৭/২০২২ তারিখে গুরুতর আঘাত প্রাপ্তির কারণে মৃত্যুবরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।