ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ বলিউড তারকা শাহরুখ খানের ৪টি সিনেমা মুক্তি পাবে আগামী বছর। এরইমধ্যে ‘জওয়ান’ সিনেমার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব ক্রয়ের জন্য বড় বড় কয়েকটি ওটিটি প্ল্যাটফরম আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকা) প্রস্তাব দিয়েছে। কিন্তু সিনেমাটির পরিচালক এ বাবদ ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন।
