ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমঃ ইউরিয়া সার, ডিজেলের দাম কমানো, ভেজাল সার-কীটনাশক ও বন্ধ বীজ সরবরাহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষেতমজুরদের গ্রামীণ রেশনিং চালু করার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে আজ ১৬ অক্টোবর’২২ বেলা ১২ টায় ইউ এন ও এর মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি বেলায়েত হোসেন, সদস্য আনোয়ার হোসেন, রুবেল প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, করোনাকালীন সময় কৃষক জীবনের ঝুঁকি নিয়ে কৃষি উৎপাদন অব্যাহত রেখে দেশের মানুষের মুখে আহার যুগিয়েছে। অথচ কৃষি ও কৃষক বরাবরই অবহেলিত হচ্ছে। কৃষি খাতে বরাদ্দ যেমন কমেছে তেমন সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়েই চলেছে। অন্যদিকে কৃষক কৃষি ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। এর মাঝে ইউরিয়া সারের দাম বাড়ায় বিঘাপ্রতি ১২০০ টাকার বেশি খরচ হচ্ছে। ডিজেলের দাম বাড়ায়ও উৎপাদন খরচ বেড়েছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানোর আবারো পাঁয়তারা করা হচ্ছে। ভেজালসার, বীজ-কীটনাশকে বাজার সয়লাব হয়ে আছে। ভিজি এফ, ভিজিডি, কর্মসৃজন প্রকল্পসহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পে ব্যাপক দলীয়করণ ও দূর্নীতি রয়েছে। ক্ষেতমজুরদের বছরে ৭ মাস কাজ থাকে না। ফলে গ্রামীণ দরিদ্র মানুষদের বাঁচানোর দাবিতে রেশনিং চালু করা প্রয়োজন। একদিকে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ধনীরা লোপাট করেছে। সরকার এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না। আরেকদিকে বন্যা-খরায় ক্ষতিগ্রস্থ হয়ে মাত্র ১০ হাজরি টাকা পারশোধ করতে না পারায় বহু কৃষক কারাগারে বা ফেরারী আসামি বা আতœহত্যা করছে। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের আহŸান জানাই। এছাড়া শস্যবীজ চালু, নদী-খাল-জলাধার দখল-দূষণ বন্ধ করাসহ দেশ ও দশের স্বার্থে বন্ধকৃত পাটকল চালু করা প্রয়োজন। স্মারকলিপিতে এসব বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে কৃষিমন্ত্রীর নিকট আহŸান জানানো হয়।
