গোল্ডেন প্লে-বাটন পেলেন শাকিব

0

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  ঢালিউডের কিং খ্যাত অভিনেতা শাকিব খান। অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেন ‘এসকে ফিল্মস’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সম্প্রতি শাকিব তার নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে জানান, তার ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এর সাবস্ক্রাইবার এখন ১১ লাখের বেশি। শর্তপূরণ করায় একবছর আগেই শাকিব গোল্ডেন প্লে-বাটন পুরস্কার পান।

0